• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সেতু আছে, সড়ক নেই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

তিন কোটি টাকার সেতুটি ঠাঁই দাঁড়িয়ে। কিন্তু উঠতে মানা। আসলে সেখানে ওঠা সম্ভব নয়। কারণ, সেতু হলেও নির্মাণ হয়নি সড়ক। এই অবস্থায় এলাকাবাসীর ক্ষোভ চরমে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে রাখা নোয়াই নদী পারাপারে প্রায় দেড় বছর আগে নির্মাণকাজ শেষ হয়েছে সেতুটির। কিন্তু এর সংযোগ সড়ক এখনো হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অধিদপ্তরের অধীনে নির্মাণ করা স্থাপনাটি কবে পূর্ণাঙ্গ হবে সেই ধারণাও নেই স্থানীয় কর্মকর্তাদের। এমনকি সংযোগ সড়ক নির্মাণ না করার যৌক্তিক কোনো ব্যাখ্যাও নেই। সেতুর সঙ্গে সড়ক নির্মাণের প্রকল্প একসঙ্গে না নেওয়ারও কোনো বক্তব্য নেই।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭২.০৬ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণকাজ উদ্বোধন হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সে সময়ের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

দুই জোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭৪৩ টাকায় সেতুটির নির্মাণকাজ শেষ হয় এক বছরের মাথায়। কিন্তু তখন থেকেই এটি পড়ে আছে সেভাবেই।

অল্প সময়ে সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী ধারণা করেছিল দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। কিন্তু সেটি হয়নি। ফলে দুর্ভোগ আরও বেড়েছে। কারণ, সেতুর সংযোগ সড়ক না হওয়ায় নদীর দুই তীরে দীর্ঘ সড়কটিও পাকা করা হচ্ছে না।

ফলে মেঘনা পানান পর্যন্ত বিশাল এলাকার জনগোষ্ঠী হেঁটে শহরে আসছে। প্রবীণ আর রোগীদের হাসপাতালে আনতে ভোগান্তি বাড়ে আরও বেশি।

আলোকদিয়া গ্রামের মহিউদ্দিন ও ফজল মিয়াসহ স্থানীয়রা সেতুটিকে ব্যবহার উপযোগী করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহিনুর ইসলাম বলেন, মামলা-মোকদ্দমার জন্য সেতুর কাজ শেষ হচ্ছে না। তবে কে মামলা করেছে আর সেটি কেন, সে ব্যাপারে কোনো তথ্য জানাননি এই প্রকৌশলী। যদিও সংযোগ সড়কের কাজ দ্রুত নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ