• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সব বিভাগেই গঠিত হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

সাইবার অপরাধ দমন ও সাইবার অপরাধীদের বিচারের আওতায় আনতে দেশের ৭টি বিভাগীয় শহরে ৭টি সাইবার ট্রাইব্যুনাল গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে আইন মন্ত্রণালয়। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক সূত্রে এতথ্য জানানো হয়।

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গঠন করা হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে এই সাত বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এর সভাপতিতে কমিটির সদস্য আনিসুল হক, শামসুল হক টুকু, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার উক্ত বৈঠকে অংশ নেন।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরু জানান, বৈঠকে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটাইজেশন করার লক্ষ্যে ই-জুডিসিয়ারি শীর্ষক উন্নয়ন প্রকল্প গ্রহণের কাজ চলছে। সরকারি আইনি সেবা সম্পর্কে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফেসবুকে অফিসিয়াল পেজ ‘ন্যাশনাল লিগাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন’ খোলা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এছাড়া বিডি লিগ্যাল এইড- এ্যাপস্ তৈরি করা হয়েছে যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ