• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে ‘গুগল প্লাস’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

চলতি বছরই আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম 'গুগল প্লাস'। দীর্ঘদিন থেকেই জনপ্রিয় করার চেষ্টায় সফল হতে না পেরে অবশেশজে চলতি বছরের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে এটি।

এর আগে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম 'গুগল প্লাস'-কে জনপ্রিয় করার চেষ্টা করেছিল এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল। তবে এতে আশানুরূপ ফল না আসায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠার দীর্ঘ সাত বছর পর এটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল। আগামী ২ এপ্রিলে বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষার আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার কারণেই গত ৪ ফেব্রুয়ারি থেকেই সব ধরনের নতুন প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ