• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশেও পড়াশোনা করেছেন মেসি!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসির জন্ম সুদূর আর্জেন্টিনার রোজারিওতে। যা মহাদেশের হিসেবে উত্তর আমেরিকায়। অন্যদিকে পৃথিবীর একেবারে দক্ষিণে অবস্থান বাংলাদেশের; এশিয়া মহাদেশে। দু'দেশের মধ্যে অবস্থান বহুদূরের হলেও আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলার সুবাদে একবার বাংলাদেশে এসেছিলেন মেসি।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। তাও আরও ৮ বছর আগের ঘটনা। এখন বাংলাদেশের নাম হয়তো বা মনেও নেই।

 

Screenshot

তো বাংলাদেশে যদি মেসি একবারই এসে থাকে তবে তিনি এদেশের প্রাথমিক বিদ্যালয়ে কোনো বিদ্যালয়ে কীভাবে পড়াশোনা করলেন? না, এটা কারো মনগড়া কথা নয়। জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলই বলছে এমন কথা। সেখানে গিয়ে ‘লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

তবে এ ঘটনা নিশ্চয়ই সত্য নয়। কেননা মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন তিনি। ধারণা করা হচ্ছে হ্যাকারদের দ্বারাই প্রভাবিত হয়ে এমন ফলাফল দেখাচ্ছে গুগল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ