• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যে কারণে বঙ্গবন্ধু বিপিএলে প্রাইজমানি নেই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা টাইগার্স ও রাজশাহী রয়ালসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে বঙ্গবন্ধু বিপিএলের। কিন্তু বিপিএলের বিশেষ এই আসরে শিরোপাজয়ী দলের জন্য থাকছে না কোনো প্রাইজমানি! গতবারও চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে দুই কোটি টাকা; রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস ৭৫ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের সেই অর্থ পেয়েছেন মালিকরা। তাহলে এবার কেন নেই?

আসলেএবারের বিপিএল যেহেতু হবে ভিন্নভাবে, সে কারণে প্রাইজমানি রাখা হয়নি। এমন তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, 'বিপিএলে সবগুলো দলই তো বিসিবির মালিকানাধীন। বাইরে থেকে কেবল স্পন্সর যুক্ত করা হয়েছে। সব দল বিসিবির হওয়ার কারণে প্রাইজমানি রাখার সুযোগটাই ছিল না।'

বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি তৈরি করতে খরচ হয়েছে ২০ লাখ টাকা। এটি তৈরি করেছে ইংল্যান্ডের 'ইংকারম্যান' নামের একটি প্রতিষ্ঠান, যেটি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি তৈরি করে। আজকের বিজয়ী দলের হাতে উঠবে সুদৃশ্য সোনালি ট্রফি। কিন্তু এরপর ট্রফির গন্তব্য কোথায়? ট্রফি জয়ের পর এটি নিয়ে উল্লাস করা যাবে এমনকী টিম হোটেলেও নেওয়া যাবে। কিন্তু এরপর ফেরত দিতে হবে বিসিবিকে। যেহেতু বঙ্গবন্ধুর নামের বিশেষ বিপিএল, তাই ট্রফিটি বিসিবি কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থায়ীভাবে রাখা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ