• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

রোস্টন চেইসের সেঞ্চুরির পরও মিডল অর্ডারের ব্যর্থতায় সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের কাছে ২৩২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আগেই দুই ম্যাচ জিতে ক্যারিবিয়ানরা সিরিজ নিশ্চিত করায় শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড।

ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ইনিংসে ৪৮৫ রানের লক্ষ্যে ছুটে ২৫২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শুরু ছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ৪ উইকেটে ৩২৫ রান নিয়ে শুরু করা দল অবশ্য এ দিন ব্যাট করেছে কেবল ৫.২ ওভার। ১১১ রানে অপরাজিত থাকা অধিনায়ক জো রুট আউট হয়ে যান ১২২ রানে। ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে দেয় তখনই। আরেক পাশে বেন স্টোকস তখন অপরাজিত ৪৮ রানে।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৩২ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল সফরকারী ইংল্যান্ড। তবে প্রথম দুই টেস্ট জয়ের কারনে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।                                                                                                                                                                                                                                                                                                   সেন্ট লুসিয়াতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২৫ রান করেছিলো ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৪৪৮ রানে এগিয়ে ছিল ইংলিশরা। চতুর্থ দিন ৫ উইকেটে ৩৬১ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৮৫ রানের বড় টার্গেট দিতে পারে ইংলিশরা।

৪৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। পরের দিকের ব্যাটসম্যানরাও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন রোস্টন চেইজ।

২৫২ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলেও, ১০২ রানে অপরাজিত থেকে যান চেইজ। ১৯১ বল মোকাবেলা করে ১২টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান চেইজ। ইংল্যান্ডের জেমস এন্ডারসন-মঈন আলী ৩টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের মার্ক উড ও সিরিজ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। টেস্ট সিরিজ শেষে এবার পাঁচ ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ