• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অজিদের বিপক্ষে বিশ্রাম-পরীক্ষার ভারত দল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

বিশ্বকাপের আগে দল পরীক্ষা করে নেওয়া। দলের শক্তি ঝালিয়ে নেওয়া। আবার দলের কিছু ক্রিকেটারদের বিশ্রামে রাখার কথা চিন্তা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ওয়ানডে সিরিজের ওই দলে জায়গা মিলেছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে থাকা দিনেশ কার্তিক নেই ওই দলে। 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। বুমরাহ ফিরেছেন এই সিরিজে। এছাড়া প্রথম দুই ওয়ানডের দলে পেস আক্রমণে থাকবেন সিদ্ধার্ত কাউল।  শেষ তিন ম্যাচে দলে আছেন ভুবি। এছাড়া ঘরের মাঠে ওয়ানডে দলে রাখা হয়নি রবিন্দ্র জাদেজা, শুভমন গিল, খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজদের।  

স্পিন আক্রমণে থাকছেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব।  তবে টি-২০ দলে রাখা হয়নি কুলদীপকে। এখানে আবার বিশ্রামে থাকবেন ভুবনেশ্বর। তবে দিনেশ কার্তিক ফিরবেন টি-২০ দলে। ফিরেছেন উমেশ যাদব। এছাড়া প্রথমবার টি-২০ দলে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দারুণ খেলা মায়াঙ্ক আগারওয়াল। 

ওয়ানডে সিরিজের দল: বিরাট কোহলি (অধি.), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার (পরের তিন ম্যাচ), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পান্ত, সিদ্ধার্ত কাউল (প্রথম দুই ম্যাচ), কেএল রাহুল।  

টি-২০ সিরিজের দল: বিরাট কোহলি (অধি.), রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্ত কাউল, মায়াঙ্ক আগারওয়াল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ