• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কুড়িগ্রাম সীমান্তে ১ ভারতীয় যুবক ও ২ বাংলাদেশি কিশোর আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাখারজান সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে এক ভারতীয় যুবক ও দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ভারতীয় যুবক মতিয়ার রহমান রবেল (২৫) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার শেউটি-২ গ্রামের হয়রত আলীর ছেলে। বাংলাদেশি দুই কিশোর ছাইদুল ইসলাম (১২) ও জাকির হোসেন (১১) ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী সীমান্তের ৯৪১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় যুবককে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ১৯২ ব্যাটালিয়নের শেউটি-টু সাবরি ক্যাম্পে হস্তান্তর করেছে বাংলাদেশের লালমনিরহাট ১৫ বিজিবি অধীনস্ত গংগাহাট ক্যাম্পের সদস্যরা।অন্যদিকে বাংলাদেশি দুই কিশোরকে বুধবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় গংগাহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা আটক করে। পরে বিকেলে পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুই কিশোরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, আটক দুই বাংলাদেশি কিশোরকে অবৈধপথে ভারতে যাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হযেছে। অন্যদিকে আটক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ