• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পুলিশের সংকেত না মেনে দ্রুতগতিতে পালাতে গিয়ে...

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

নাটোরের বড়াইগ্রামে একটি প্রাইভেটকার খাদে পড়ে আগুনে পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চালক জয়নাল আবেদীন মূলক (৪০) । রোববার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার আইড়মাড়ী নুরে আলম ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চালক জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার বাঘহাট্টা উপজেলার দশদার গ্রামের বারেক আলীর ছেলে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মড়াসড়কের লাথুরিয়াত এলাকায় প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত না মেনে দ্রুতগতিতে পালিয়ে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছেন। 

বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, নাটোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি আইড়মাড়ী নুরে আলম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ১৫ ফিট নিচে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে চালক গাড়ির ভেতর আটকা পড়ে অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে প্রাইভেটকারের এক তৃতীয়াংশ পুড়ে গেছে।

আহত চালকের ছোট ভাই জয় হোসেন মোবাইল ফোনে বলেন, আমরা ঢাকার আশুলিয়াতে থাকি। আমার ভাই তিন বছরের কন্ট্রাক্ট নিয়ে এই প্রাইভেটকারটি চালায়। পাশের বাসার একজনের আত্বীয় মারা যাওয়ায় তাদেরকে নিয়ে বনপাড়াতে রাত দুইটার দিকে পৌঁছায়। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনার স্বীকার হন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ