• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বিভাগ অনুমোদনের দাবিতে আন্দোলন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে অনুমোদন দেয়ার দাবিতে ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেনে এই বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভাগটি অনুমোদন না দেয়ায় ওই বিভাগের শিক্ষার্থীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। তাদের এই অবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি  বিভাগটি অনুমোদনের দাবি জানাচ্ছেন তারা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নেই । তারপরও গত ৩ বছর ধরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি, নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়া হয়।

গত ৬ই ফেব্রুয়ারি মঞ্জুরি কমিশনের সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে ভর্তি থাকা শিক্ষার্থীদের সনদ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর পাওয়ার পর পরই আন্দোলনে নামে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে সেখানেই অবস্থান নেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশ করে তাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিভাগটির অনুমোদন পেতে মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

এদিকে, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাকি ৩৩ বিভাগের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা । 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ