• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বন্ধ নাকের সমস্যায় তেজপাতা ও রসুনের জাদু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

শীত শেষ হয়ে আবহাওয়া এখন নতুন রূপ ধারণ করেছে। প্রকৃতি এখন না ঠাণ্ডা আর না গরম। এই সময় কমবেশি সবাই নাক বন্ধের সমস্যায় ভুগে থাকেন। আর নাক বন্ধ মানেই শ্বাস নিতে কষ্ট হওয়া। যা খুবই বিরক্তিকর।

এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজকের লেখায় আমরা আপনাদের জানাবো দুটি সহজ পদ্ধতি, যা অনুসরণে আপনার বন্ধ নাকের সমস্যা নিমিষেই গায়েব হয়ে যাবে। ঘরে থাকা দুটি উপাদানেই এই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে। উপাদান দুটি হচ্ছে তেজপাতা ও রসুন। চলুন তবে জেনে নেয়া যাক বন্ধ নাকের সমস্যায় তেজপাতা ও রসুনের ব্যবহার সম্পর্কে-

তেজপাতার ব্যবহার

দেড় গ্লাস পানিতে পাঁচ থেকে ছয়টি তেজপাতা গরম করে তারপর উষ্ণ অবস্থায় তা পান করুন। ব্যস বন্ধ নাকের সমস্যা কমিয়ে মুখের স্বাদও ফিরিয়ে আনবে এটি। কেননা তেজপাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যা ঠাণ্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে সাহায্য করে।

রসুনের ব্যবহার

দুই থেকে তিনটি রসুন থেঁতলে এক কাপ পানিতে ১০ মিনিট জ্বাল দিয়ে উষ্ণ অবস্থায় পান করুন। এতে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ