• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিএসএমএমইউ করোনা ল্যাবে স্যাম্পল ১৪ হাজার ছাড়িয়েছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মে ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে রাজধানীর শাহবাগের বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত ল্যাবরেটরিতে করোনা শনাক্তের জন্য স্যাম্পল সংগ্রহের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

গত ১ এপ্রিল স্থাপিত এই ল্যাবরেটরিতে রোববারের ৪০৭ জনসহ এ পর্যন্ত ১৪ হাজার ৩২৭ জন রোগীর স্যাম্পল করোনা শনাক্তের জন্য সংগ্রহ করা হয়।

অন্যদিকে একই ভবনের প্রথমতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে আজকের ৩৩৫ জনসহ এ পর্যন্ত ১৩ হাজার ৭৯৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত ২১ মার্চ এই ক্লিনিক চালু করা হয়।

জানা গেছে, বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্পলাইন, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতোমধ্যে চালু ও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গত ৫ এপ্রিল টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবাকেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ কার্যক্রমের উদ্বোধন করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ