• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ দুটি দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার পাচলিয়া মহাসড়কে বাসের চাপায় এক পথচারী নিহত হয়। 

দুর্ঘটনায় নিহত আম্বিয়া খাতুনের বাড়ি সিরাজগঞ্জের তিন নান্দিনা গ্রামে ও নিহত মোকদ্দেস আলীর বাড়ি সিরাজগঞ্জের বোয়ালিয়ার চর এলাকায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড তাজুল হুদা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ থেকে তাড়াশ অভিমুখী ঐশী-এশা বাসটি ভূইয়াগাঁতীর কালিকাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরো অন্তত ১০ জন যাত্রী। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে এই মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। 

এ ছাড়া সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়ায় দ্রুততগামী বাসের চাপায় পথচারী মোকাদ্দেস আলী ঘটনাস্থলেই মারা যায়। 

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মঞ্জুল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ