• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হোম কোয়ারেন্টাইন, বাড়ি বাড়ি উপহার পাঠালেন মন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়িতে উপহার পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২২ জনের বাড়িতে এসব শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন তিনি।

সোমবার সকালে এসব উপহার সামগ্রী হোম কোয়ারেন্টাইনে থাকা উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হোসেন আলীর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সম্পাদক সুলতান হোসেন ও হোম কোয়ারেন্টাইনে থাকা হোসেন আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ২২ জনের বাড়িতে পুলিশের পক্ষ থেকে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

এসময় ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতোমধ্যেই অনেকের হোম কোয়ারেন্টাইনে থাকা শেষও হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ