• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাগুরায় কল সেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে ব্যাপক-প্রচারণা সংক্রান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

তথ্য প্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাগুরায় কলসেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে ব্যাপক-প্রচারণা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,সাংবাদিক অলোক বোস, ইব্রাহিম আলী মোনাল  ও শরীফ তেহরান টুটুল প্রমুখ।

জনগণের দোরগোড়ায় সেবা  প্রদান নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিদের্শনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই কর্তৃক নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা  ও অভিযোগ  প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের  জন্য কলসেন্টার ‘৩৩৩’ চালু করা হয়েছে।

প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩-তে কল করে সরকারিসেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ, পর্যটন স্থান সমূহ, বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিকার বিষয়ে তথ্য, আয়কর সংক্রান্ত তথ্য, ইসলামী মাসলা-মাসায়েল ও বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

এছাড়া ‘৩৩৩”এ এসএমএস, পুস-পুল এসএমএস ও ইউএসএসডি প্লার্টফর্মের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাইকরণসেবা চালু রয়েছে।

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/অধিদফতরের নাগরিক সেবার তথ্য প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কার্যক্রম ‘৩৩৩’এর মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।

আর এ উন্নয়ন মুলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে এটুআই  নানা বিধ প্রচার-প্রচারণামুলক কার্যক্রম গ্রহণ করেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ