• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেহেরপুরে নকল কোল্ডড্রিংকস ও সিরাপ প্রস্তুতের অভিযোগে আটক ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

মেহেরপুরের মল্লিকপাড়ায় অনুমোদনবিহীন কোল্ডড্রিংকস ও সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়ে সিলগালা করেছে পুলিশ। এসময় কারখানার মালিক সোহেল রানাকে আটক করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। কারখানা থেকে ৩৪০ বোতল কোল্ডড্রিংকস ও সিরাপ এবং তা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। ডিবির ওসি কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের মল্লিকপাড়ায় বাবু নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে কারখানা করে একই পাড়ার সোহেল রানা। অবৈধ পণ্য তৈরির সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রিন্স ফুড সিরাপ নামে ফুড বেভারেজ এবং জিনসিন নামে এনার্জি ড্রিংকস ও সিরাপ পাওয়া যায়। দুটি সিরাপের গায়েই বাজারজাতকরণের জন্য যে প্রয়োজনীয় নির্দেশনা থাকে তা ছিল না। এছাড়া বিএসটিআইয়ের কোনও অনুমোদনপত্রও নেই। পরিবেশ অধিদফতর ও বিএসটিআইয়ের কারখানা পরিদর্শনের ছাড়পত্রের কোনও কাগজপত্রও দেখাতে পারেননি কারখানার মালিক সোহেল রানা।

কারখানা ও সেখানে উৎপাদিত পণ্য ভেজাল ও অবৈধ উল্লেখ করে ডিবির ওসি বলেন, ‘ওই কারখানা থেকে ৩৪০ বোতল সিরাপ, সিরাপ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোহেল রানার নামে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ কারখানায় উৎপাদিত দুটি সিরাপে মানবদেহের জন্য ক্ষতিকর কোনও কেমিক্যাল মেশানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। আমরা সন্দেহ করছি যৌন উত্তেজক কোনও কিছু দিয়েই এই এনার্জি ড্রিংকস তৈরি করা হয়েছে।’ 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ