• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঝিকরগাছা হানাদার মুক্ত দিবস আজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

আজ ৬ ডিসেম্বর যশোরের ঝিকরগাছা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে ঝিকরগাছা হানাদার মুক্ত হয়। এই দিনে ঝিকরগাছা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে গেলে দিবসটি দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে হানাদার মুক্ত দিবস বা 'ঝিকরগাছা মুক্ত দিবস' হিসেবে স্থান পায়।১৯৭১ সালে সারা দেশের ন্যায় নিরস্ত্র মুক্তিপাগল ঝিকরগাছা উপজেলার ছাত্র, কৃষক, শ্রমিক ও বুদ্ধিজীবীসহ সর্বশ্রেণির বীর বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী (চৌগাছা-ঝিকরগাছা) উপজেলায় মধ্যবর্তী কাবিলপুর গোয়ালহাটি এলাকা দিয়ে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করে।১৯৭১ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ঝিকরগাছার কপোতাক্ষ নদের ওপর নির্মিত ব্রিজের ওপর দিয়ে পাকিস্তানি সেনারা পালানোর চেষ্টা করে। কিন্তু মুক্তিকামী ঝিকরগাছার বীর সন্তানেরা সেখানে অবস্থান নেয়। ফলে ওই রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী ঝিকরগাছা উপজেলা সীমানা ছেড়ে যশোর সেনানিবাস অভিমুখে পালিয়ে যায়।

সর্বশেষ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঝিকরগাছা হানাদার মুক্ত হয়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ