• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এসএসসি পরীক্ষার্থীকে হত্যা চেষ্টায় গ্রেফতার ১০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

চাঁদপুর শহরে এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমউদ্দিন বলেন, সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার শিকার পারভেজ পাপ্পুর মা ফাতেমা বেগম রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর মডেল থানায় ১০ জনকে অভিযুক্ত করে এ মামলা করেন। পারভেজ পাপ্পুর মা অভিযোগে বলেন, তার ছেলেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করেছে শহরের আল-আমীন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী।

এর আগে গতকাল রোববার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে চাঁদপুর শহরে আক্কাস আলী রেলওয়ে একাডেমি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে পূর্ব শত্রুতার জের ধরে এসএসসি পরীক্ষার্থী পারভেজ পাপ্পুকে ধরে নিয়ে যায় ওই কিশোররা। এ সময় তারা পাম্পুকে শহরের প্রফেসর পাড়ার শেষ মাথায় মেঘনা নদীপাড়ে নিয়ে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে।

প্রত্যক্ষদর্শীদের একজন পুলিশের ৯৯৯- এ কল করে এ অমানবিক নির্যাতনের কথা জানান। এর কয়েক মিনিট পরই সদর মডেল থানার ওসি মো. নাসিমউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার কিশোরকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের হাতেনাতে আটক করেন।

পরে গুরুতর আহত পারভেজ পাপ্পুকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আহত পাপ্পু আপাতত আশঙ্কামুক্ত।

এদিকে, খোঁজ নিয়ে জানাগেছে, কয়েক বছর আগে পারভেজ পাপ্পু চাঁদপুর শহরের আল-আমীন একাডেমিতে পড়াশোনা করতো। দুই বছর আগে সে গ্রামের বাড়ি সদর উপজেলার বহরিয়া নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এবার সেখান থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
 
অন্যদিকে যারা তাকে পরীক্ষা কেন্দ্র থেকে উঠিয়ে নিয়ে যায়- তারাও সবাই শহরের আল-আমীন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শুধু পূর্ব শত্রুতার জের ধরেই পাপ্পুর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, চাঁদপুর শহরে ইদানিং বেশ কয়েকটি কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। যাদের বেশির ভাগ স্কুলপড়ুয়া শিক্ষার্থী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ