• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালকের ১০ বছরের কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এস এম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালত জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন, মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধা। মামলার অরেক আসামি আজিজুল হক মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা খাদেমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আসামি গিয়াস উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’ 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আবুল হোসেন। আর আসামিপক্ষে ছিলেন মাসুদ আহমেদ তালুকদার। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা বাংলাদেশে ব্যাংককে কর্মরত থাকা অবস্থায় ৮-১১-১৯৯৬ থেকে ৫-৩-১৯৯৭ সালে দেশের বিভিন্ন ব্যাংকের শাখায় ভুয়া নাম-পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খুলেন। পরে আসামিরা জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলা হয়। ২০০৩ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ