• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কুড়িল-সায়েদাবাদ সড়কে নামছে বিআরটিসির নতুন ২০ বাস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

ঢাকা: রাজধানীবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা-সায়েদাবাদ সড়কে বিআরটিসির নতুন ২০টি বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

 

তিনি বলেছেন, নগরবাসীর সুবিধার্থে আগামী এক সপ্তাহের মধ্যে এ রুটে বাসগুলো নামানো হবে। জনগণের যাতে কোনোভাবেই ভোগান্তি না হয়, সেজন্য আমরা পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধি করবো।

রোববার (১৪ জুলাই) বেলা ২টায় নগর ভবনে রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ-এর সমন্বয় সভা ও রিকশা চালক মালিক সমিতির নেতাদের সঙ্গে সভা শেষে একথা বলেন মেয়র। 

মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীর তিন সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার পর গণপরিবহনের গতি বেড়েছে। প্রয়োজনে আরো বাস নামানো হবে। এ সড়কে বাসের নির্দিষ্ট স্টপেজ থাকবে। রাজধানীবাসী নির্ধারিত স্টপেজে নামবেন। সবাই মিলে ঢাকাকে একটি যানজটমুক্ত শহর উপহার দেবো। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, দুই সিটির সমন্বয়ে একটি সুন্দর নগর গড়বো। এছাড়াও ফুটপাত দখলমুক্ত করা হবে। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করা হবে। যত্রতত্র পার্কিং বন্ধ করাসহ নাগরিকবান্ধব একটি শহর গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।                       

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ