• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রশ্ন না থাকায় পরীক্ষা দেয়া হলো না ১৮৯ শিক্ষার্থীর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

পাবনার সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সৃজনশীল প্রশ্ন না থাকায় পরীক্ষা দিতে পারেনি ১৮৯ শিক্ষার্থী। 

গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ওইদিন ছিলো এসএসসি’র গণিত বিষয়ের নির্বাচনী পরীক্ষা।

পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, সৃজনশীল প্রশ্ন না থাকায় শুধু ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা দিয়েই ফিরে যেতে হয়েছে ছেলেমেয়েদের।

স্কুল কর্তৃপক্ষ জানায়, সৃজনশীল পরীক্ষা ২৮ অক্টোবর নেয়া হবে।

সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ জানান, ভুলবশত ওই প্রশ্নের প্যাকেটটি আসেনি। এ পরীক্ষা ২৮ অক্টোবর নেয়া হবে।

সাঁথিয়ার ইউএনও এসএম জামাল আহমেদ বলেন, আমি ওই বিদ্যালয়ের সভাপতি অথচ বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ