• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আইইউবিতে চিকিৎসা বিষয়ক সেমিনার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ‌‌‘জিনোমিক্স’ পদ্ধতিতে চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘চিকিৎসা ও জনস্বাস্থ্যে সঠিক ওষুধ ব্যবহারের গুরুত্ব’ দেওয়া হয়।

আইইউবির স্কুল অব লাইফ সায়েন্সেস (এসএলএস) এবং দ্যা ইন্টারন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি অ্যান্ড হেলথ (আইসিবিএই) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভেরিয়েন্ট জিনোমিক্স ইনকরপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজনীন আজিজ।

এতে আরও উপস্থিত ছিলেন- আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আল-হুসাইনি, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, সরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল (এসআই) ক্লাব, ঢাকার সাবেক প্রেসিডেন্ট এবং সম্মানিত সদস্য ড. শামীম মতিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই মূল বক্তা ড. আজিজের একাডেমিক এবং ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেন এসএলএস’র ডিন অধ্যাপক রীতা ইউসুফ।

জিনোমিক্স চিকিৎসার গবেষণা, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের নানা দিক এবং বর্তমানে এই পদ্ধতি কোন পর্যায়ে রয়েছে তার বিস্তারিত ছিল সেমিনারের মূল আলোচ্য বিষয়। প্রতিটি ব্যক্তির জিনোমিক্স যেমন আলাদা হয়ে থাকে, তেমনি একেকটি রোগেরও আলাদা ধরণ হতে পারে। সেক্ষেত্রে ওষুধের ব্যবহারেও ভিন্নতা আসতে পারে। 

ড. আজিজ বলেন, জিনোমিক্স (ডিএনএ’র একটি গুরুত্বপূর্ণ উপাদান) হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা পরিচালনার মাধ্যমে চিকিৎসা ব্যয় কমানো সম্ভব। 

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত এ আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্যান্সারের ক্ষেত্রে এ পদ্ধতির চিকিৎসা বেশ ফলপ্রসূ। এমনকি লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে এ পদ্ধতি সফল হয়েছে।

জিনোমিক্স পদ্ধতি নতুন হলেও চিকিৎসা ও জনস্বাস্থ্য কল্যাণে দ্রুতই এর বিস্তার ঘটবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইইউবির সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই শিক্ষামূলক সেমিনারে উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ