• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ মুগ্ধ রাষ্ট্রপতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ায় মুক্তি পেয়েছে ১৫ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায়  মুক্তির প্রথম দিনই ছবিটি বঙ্গভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ছবিটি দেখেন রাষ্ট্রপ্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা। পাশাপাশি বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দেখেন ছবিটি।  

ছবিটি দেখার পর একরাশ মুগ্ধতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। বিষয়টিয়ে নির্মাতা তৌকীর আহমেদের কাছে জানতে চাইলে তিনি সমকাল অনলাইনকে বলেন, গতকাল বেলা ৩টায় ফাগুন হাওয়ায় দেখার উদ্দেশে বঙ্গভবনে আসন নেন। স্বপরিবারে আসেন আমাদের সম্মানীত রাষ্ট্রপতি।  শুভেচ্ছা বিনিময় ও আলোচনারর আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় ছবিটির প্রদর্শনী শুরু হয়। ছবিটির প্রদর্শনী শেষে আয়োজন করা হয় চা চক্রের। এ সময় রাষ্ট্রপতি নিজে এসে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর  ফাগুন হাওয়ায়র ভূয়সী প্রশংসা করেন’।

বঙ্গভবনে আবু শাহেদ ইমন, বিপাশা হায়াত, তিশা ও তৌকীর আহমেদ।

এ সময়  ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও তার পরিবার ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ছবির পরিচালক তৌকীর আহমেদ ও তার স্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াত, ছবির অভিনয়শিল্পী সিয়াম, তিশা ও তার স্বামী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আফরোজা বানু, পরিচালক আবু শাহেদ ইমন, ছড়াকার লুৎফর রহমান রিটনসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রীর সঙ্গে বঙ্গভবনে সিয়াম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির আন্তরিকতায় মুগ্ধ ফাগুন হাওয়ায় টিম। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতেই আলাপ করেছেন রাষ্ট্রপ্রতি। সে সময় চলচ্চিত্রের নানা প্রসঙ্গ নিয়ে আলাপ করেন তিনি। তৌকীর আহমেদ জানান, ‘রাষ্ট্রপতির আন্তরিকতার শুনার পর এবার সবাই স্বচক্ষে দেখলাম। একটা দেশের সর্বোচ্চ অভিভাবক ফাগুন হাওয়ায় দেখলেন এটাই আমাদের পাওয়া। সেই সঙ্গে আলাপে তিনি আমাদের শিক্ষাব্যবস্থায় উচ্চমাধ্যমিক পর্যায়ে যদি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু করা যায় বিষয়টি নিয়েও আলাপ করে তিনি। 

বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ফাগুন হাওয়ায় মুক্তি পেয়েছে দেশের ৫২টি হলে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি।  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মাসহ অনেকেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ