• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যে জয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

‘দেবী’ এবার মুক্তি পাচ্ছে মধ্যপ্রাচ্যে। ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে তা নিশ্চিত করেছে মিডিয়া মেজ। মধ্যপ্রাচ্যে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে প্রতিষ্ঠানটি। মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত জানান, আরব আমিরাতে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহর নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবির ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মলে প্রদর্শিত হবে ‘দেবী’। এ ছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ‘দেবী’।

মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, ‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষী দর্শকদের আগ্রহ দেখার মতো। তাঁদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্র মধ্যপ্রাচ্যে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।ছবির প্রযোজক ও নায়িকা জয়া আহসান বলেন, ‘মিসির আলি, রানু, নীলু, আনিস, আহমেদ সাবেতরা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার মতো। দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সবাই আমাদের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আশা করি মধ্যপ্রাচ্যেও তার ব্যতিক্রম হবে না।’

হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন জয়া আহসান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ