• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশ ভ্রমণে আসছে বিএসএফ স্কুলের ২৪ শিক্ষার্থী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বিএসএফ স্কুলের ২৪ জন শিক্ষার্থী বাংলাদেশ ভ্রমণে যাচ্ছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) এসব শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বিএসএফ সদস্যরা বিজিবি’র কর্মকর্তাদের হাতে তুলে দেন। ২৪ জন শিক্ষার্থী মধ্যে ১৪ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ’র উপ-মহাপরিদর্শক অশোক কুমার যাদব প্রমুখ।

বিএসএফ স্কুলের ২৪ জন শিক্ষার্থীরা বিজিবি'র তত্ত্বাবধানে ঢাকা ক্যান্টনমেন্ট, সাফারি পার্কসহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখবে। আগামী ২১ ফেব্রুয়ারি তারা আবার আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা ফিরে আসবে। এ ধরনের ভ্রমণে উভয় দেশের বাহিনীগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেন বিএসএফ’র উপ-মহাপরিদর্শক অশোক কুমার যাদব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ