• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশিদের জন্য চীনের অন অ্যারাইভাল ভিসা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। ঢাকার চীন দূতাবাস
এ সিদ্ধান্ত জানিয়েছে বলে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “জরুরি মানবিক প্রয়োজনে কারও চীনে গমনের প্রয়োজন হলে, জরুরি কাজে বা ব্যবসার
প্রয়োজনে চীনে যাওয়ার জন্য কারও আমন্ত্রণপত্র থাকলে, মেরামত কাজের জন্য বা অন্যান্য জরুরি
প্রয়োজনে, চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে
পোর্ট ভিসার জন্য আবেদন করে ভিসা পাওয়া যাবে।”
চীনে প্রতিবার ভ্রমণে ৩০ দিন মেয়াদে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।
গত ২৬ অক্টোবর চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ঝাও কেঝি বাংলাদেশ সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন।
গত ৩০ নভেম্বর চীনের দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়ে অন
অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়, বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ