• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রোহিঙ্গা মুসলিম শিশুদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর নির্যাতনের তথ্য দিয়েছেন জাতিসংঘের তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক সদস্য।

রাধিকা কুমারাস্বামী নামের জাতিসংঘের ওই কর্মকর্তা ‘আনাদলু’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গা শিশুদেরকে বাবা-মা’র কাছ থেকে জোরপূর্বক নির্মমভাবে পৃথক করা হয় এবং এমনকি শিশুদের কখনও আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে।

মিয়ানমারের রাখাইনে প্রথমে রোহিঙ্গা যুবকদের হত্যা করা হয় এবং এরপর রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়। দেশটির বড় বড় ভবনে ও আটককেন্দ্রগুলোতে এইসব পরিকল্পিত অপরাধ চালানো হয় বলে তিনি জানান।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত।

‘আমরা মিয়ানমারের ৬জন জেনারেলকে চিহ্নিত করেছি যাদের যুদ্ধ-অপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে অবশ্যই তদন্ত চালাতে হবে,’ বলেন রাধিকা কুমারাস্বামী।

এসময় তিনি আরো বলেন, মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। আর তা সম্ভব না হলে রোহিঙ্গা মুসলমানদেরকে অপেক্ষাকৃত বেশি নিরাপদ অঞ্চলে পাঠানো অনিবার্য হয়ে পড়বে। তথ্য সূত্র: পার্সটুডে, আনাদলু।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ