• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যেসব ভুলে স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

স্বামী-স্ত্রীর সম্পর্ক যতটা মধুর করে রাখা যায় ততই এর সৌন্দর্য বাড়ে। কিন্তু সব সময় কি আর তা মধুর থাকে? কখনো কখনো তিক্তও হয়ে উঠতে পারে! আর এই তিক্ততার পেছনে থাকে আমাদের কোনো না কোনো আচরণগত ভুল। যে ভুলগুলোকে আমরা বুঝতে পারি না। কিন্তু ধীরে ধীরে সম্পর্কে তিক্ততার পরিমাণ বেড়ে গেলে তখন বোঝা যায় কোথায় ভুল ছিল! যখন আর চাইলেও সব আগের মতো করা সম্ভব হয় না। তাই দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে চাইলে নজর দিন এই বিষয়গুলোর প্রতি-

কোনো মানুষই সবসময় অপরের নির্দেশ মেনে কাজ করতে চায় না। তিনি আপনার সঙ্গী মানেই সারাক্ষণ আপনার কথা মেনে চলবেন, তেমন ভাববেন না। আপনার সঙ্গী একজন স্বাধীন মানুষ, তার নিজের ভাবনাচিন্তা রয়েছে। নিজের মতটাকেই সবসময় সঠিক বলে ধরে নেবেন না, তার মতকেও সম্মান করুন।

 

Fatol-3.jpg

যেকোনো বিষয় নিয়ে সুস্থ আলোচনার পথ হল নিজের মত জানানো এবং অপর পক্ষের মত মন দিয়ে শোনা। তিনি যখন কথা বলছেন, সে সময় তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলবেন না। তাকে বলতে দিন।

তার কোনো কাজই আপনার পছন্দ হয় না? এমন হলে কিন্তু স্বভাবটা বদলানো দরকার। ছোটখাটো বিষয় নিয়ে যদি সারাক্ষণ খিটমিট করেন, তা হলে একটা সময়ের পর সম্পর্ক বিষিয়ে যেতে বাধ্য।

Fatol-3.jpg

সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। সঙ্গীর খারাপ সময়ে তার পাশে থাকুন, সান্ত্বনা দিন। কখনো এড়িয়ে যাবেন না, বা উদাসীন থাকবেন না।

একসঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে নিজের মতটাই সঙ্গীর মত বলে ধরে নেওয়ার প্রবণতা জন্মায়। কিন্তু এরকম বারবার হলে বিপদ। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে কথা বলে তার মতামত স্পষ্টভাবে জেনে নিন, তাতে আপনাদের সম্পর্কটাই সুস্থ থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ