• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার একুশের অপেক্ষা...

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

বাঙালির যা কিছু অহংকারের, একুশ তার একটি। আর বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাস পোশাকের নতুন সংগ্রহ দিয়ে সাজিয়েছে। 

দশটি দেশের বর্ণমালাকে নকশার বিষয় করে আর এর সাথে আছে মোদের গরব, মোদের আশা কবিতার থিম। 

ভাষার মাসের বিশেষ রঙ হিসাবে সাদা আর কালো আমাদের ভাবনার জগতকে অধিকার করে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের  একুশে সংগ্রহে যোগ করা হয়েছে লাল, অ্যাশ আর অফ হোয়াইট।

ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক ও  এমব্রডারিতে করা হয়েছে জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে। 

একুশের সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ।
ছেলেদের পোশাক পাঞ্জাবি, শার্ট, টি-শার্টও পাবেন এখানে। আর ছোটদের জন্যও রয়েছে আরামদায়ক পছন্দের পোশাক। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ