• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শীতে চুলের যত্নে করনীয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

শীতে ত্বকের পাশাপাশি চুলেরও যত্ন নিতে হয়। কেননা এ সময় চুল নির্জীব দেখায়, উজ্জ্বলতা হারায়। কিন্তু কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে মলিন চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব—

প্রাকৃতিক তেল : 

সপ্তাহে অন্তত একবার প্রাকৃতিক তেল (যেমন—নারিকেল, বাদাম তেল ইত্যাদি) হালকা গরম করে চুলে ব্যবহার করুন। এতে চুলের মলিনতা, ভেঙে যাওয়া রোধ হবে। শুধু তাই নয়, এতে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি চুল থাকবে ঝকঝকে।

স্কার্ফ বা টুপি : 

শীতে চুল ঢেকে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এ জন্য স্কার্ফ বা টুপি পরা যেতে পারে। আর এ অভ্যাস করতে পারলে চুল অনার্দ্রতা, রুক্ষতা ও ভেঙে যাওয়া থেকে রক্ষা পাবে।

চুলের স্প্রে : 

লেবুর দুটি টুকরা দুই কাপ পানিতে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিন। এরপর সেই লেবুর পানি একটা স্প্রে বোতলে রেখে ব্যবহার করুন।

চুলের মাস্ক : 

এক টেবিল চামচ মধু, এক গ্লাস দুধ ভালোভাবে মিশিয়ে তা চুলে মালিশ করুন। মধু প্রাকৃতিক আর্দ্রতাসম্পন্ন, ফলে চুল মলিন হয়ে যায় না। আর চুল কোমল করে দুধ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ