• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

উৎপাদনকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত অগ্নিনির্বাপণ উপকরণের শুল্ক হ্রাস করা হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের ওপর শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বর্তমানে শুধু মূসক নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে রেয়াত পাচ্ছে।

তবে প্রস্তাবিত বাজেটে মূসক নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি মূসক নিবন্ধিত সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানকেও রেয়াত সুবিধা দেয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবনা অনুসারে- অগ্নিনির্বাপণ উপকরণ Bondseal paint এর শুল্ক ২৫শতাংশ থেকে পাঁচ শতাংশ, Fire retardant paint এর শুল্ক ২৫শতাংশ থেকে পাঁচ শতাংশ, Fendolite MII (Mixture) এর শুল্ক ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশ এবং Lightning arresters এর শুল্ক ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করার কথা বলা হয়েছে। 

পাশাপাশি অগ্নিনির্বাপণ যন্ত্রের তালিকায় আরো কয়েকটি যন্ত্র ও উপকরণের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ