• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

`বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব লিজ দেওয়া হয়নি`

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর স্বত্ব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়নি।  এটি জাতীয় সম্পত্তি, কারো কাছে লিজ বা স্বত্ব বিক্রি করা হয়নি।  স্যাটেলাইটের স্বত্ব নিয়ে যে সব কোম্পানি বা ব্যক্তি বর্গের নামে লিজ দেয়ার তথ্য খবরের কাগজ বা গণমাধ্যমে আসছে তা সত্য নয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এরআগে প্রশ্নকর্তা জানতে চান ‘বিভিন্ন পত্র-পত্রিকায় খবর বের হয়েছে, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব শুধু বেক্সিমকো ও অন্য একটি কোম্পনির কাছে বিক্রি করা আছে। কেউ যদি এ স্যাটেলাইটের সুবিধা নিতে চান তাহলে এ দু'টি কোম্পানির কাছ থেকে কিনতে হবে’- এটি সত্যি কিনা? 
জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এটি জাতীয় সম্পত্তি, কারো কাছে লিজ বা স্বত্ব বিক্রি করা হয়নি। এটা সত্যি নয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ