• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

তৃতীয় ধাপের ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৭ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এই ধাপে ২৫ জেলায় ভোট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রথমধাপে ৮৬ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট পিছিয়ে তৃতীয় ধাপে আনা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ