• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লঞ্চ ও ফেরিতে মোটরসাইকেল তোলা নিষিদ্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

ঈদে নিরাপদ যাতায়াতের জন্য সাতদিন মহাসড়ক ও এক জেলা থেকে অন্য জেলায় চালানো বারণের পর এবার যাত্রীবাহী লঞ্চ ও ফেরিতেও মোটরবাইক পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) থেকে কার্যকর হয়ে এই নিষেধাজ্ঞা ১১ দিন (ঈদের আগের পাঁচদিন, ঈদের দিন ও ঈদের পরের পাঁচদিন) চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কয়েকদিন আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার। 

গত রবিবার (৩ জুলাই)  সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের সময় সাত দিন (ঈদের আগে তিনদিন, ঈদের দিন ও ঈদের পরের তিনদিন) মহাসড়কে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে। সেই সঙ্গে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না বলেও জানানো হয়। এরপর লঞ্চ ও ফেরীতে মোটরসাইকেল তোলা নিষিদ্ধ করল বিআইডব্লিউটিএ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ