• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নেত্রকোনায় বাল্যবিবাহ নিরোধ উপলক্ষে সমাবেশ কর্মসূচি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এই শ্লোগানকে সামনে নিয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় এই সমাবেশের আয়োজন করে।

এতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌাসী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, এডিসি সাবিহা সুলতানা, স্বাবলম্বীর নির্বাহী পরিালক বেগম রোকেয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মল হক টুকু, নারী প্রগতির মৃনাল কান্তি চক্রবর্তী ও কোহিনুর বেগম প্রমুখ। সমাবেশ কর্মসূচিতে সরকারী বেসরকারী, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

সমাবেশে জেলা প্রশাসক বলেন, একমাত্র সামাজিক সচেতনতাই পারে বাল্য বিয়ে প্রতিরোধ করতে। প্রশাসন গিয়ে জরিমানা করে দিয়ে আসলেও পরবর্তীতে লুকিয়ে বিয়ে দিয়ে ফেলছে বলেও খবর পাওয়া যায়। সুতরাং প্রতিটি গ্রামের জপ্রতিনিধিকেই এই বিষয়ে নিজে সচেতন হয়ে সকলকে সচেতন করতে পারলেই কেবল বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি কন্যা শিশুরা পড়াশোনায় আর ঝরে পড়বে না। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ