• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শহীদের নামে সেতুর নামকরণের দাবিতে বরিশালে মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় বরিশালের রাজপথে ইপিআর এর গুলিতে নিহত হন এ,কে স্কুলের নবম শ্রেণির ছাত্র শহীদ আলাউদ্দিন। তাঁর নামে বরিশাল-কুয়াকাটা মহসড়কের নির্মানাধীন লেবুখালী (পায়রা) সেতুর নামকরনের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ এবং শহীদ আলাউদ্দিনের শিক্ষা প্রতিষ্ঠান এ,কে স্কুলের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংসদের সদস্য সচিব অধ্যাপক নজরুল হক নীলু, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অতুলান্দ দাস আলো, এ,কে স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং শহীদ আলাউদ্দিনের ভাগ্নে মো. রানা। 

বক্তারা লেবুখালীর পায়রা নদীর উপর নির্মাণাধীন সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করাসহ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এ,কে স্কুল জাতীয়করণ করার দাবি জানান। 

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের নেতারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ