• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে স্কুল ছাত্রী ‘অপহরণ’, গ্রেপ্তার ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

গোপালগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান,সোমবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। 

গ্রেপ্তর মো. ইব্রাহিম সরদার (২৫)  সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের মো. কাশেম আলী সরদারের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, গোপালগঞ্জ  সদর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে কাশেম উত্ত্যক্ত করে আসছিল। সোমবার  স্কুল ছুটির পর মেয়েটি  ভ্যানে করে বাড়ি ফেরার পথে ইব্রাহিম ও তার সহযোগী মুহিত মেয়েটিকে ভ্যান থেকে নামিয়ে একটি প্রাইভেটকারে করে তুলে নেয়। পরে তারা মেয়েটিকে নিয়ে রাধাগঞ্জ বাজার এলাকায় যায়। 
 

পরে তারা মেয়েটিকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গাড়ির মধ্যে অজ্ঞান করে ফেলে। গভীর রাতে মেয়েটির জ্ঞান ফিরলে সে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার এবং ইব্রাহিমকে আটক করে। এ সময় সেখানে গাড়ির চালক ও মুহিত সেখানে ছিল না।

এসআই বলেন, মেয়েটিকে আদালতে পাঠানো হয়েছে, তার জবানবন্দি রেকর্ড করা হবে। আর এ ঘটনায় ইব্রাহিমের সহযোগীকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ