• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিএনপি ১০০ আসনে ছাড় দেবে : গণফোরাম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট আসন বণ্টন নিয়ে অনড় অবস্থানে নেই। যোগ্যপ্রার্থী পেলে প্রয়োজনে বিএনপি ১০০ আসনে ছাড় দেবে।সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি এসব কথা বলেন । এর আগে বিএনপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।মনোনয়ন পত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে সরকার একতরফা নির্বাচনের নীলনকশার পরিকল্পনা করছে।এদিকে বিকাল ৩ টায় গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিল অফিসে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী । সেখানে তিনি প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন । তবে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে - তা জানা যায়নি । পরে   ছাত্র অধিকার আন্দোলন’ কোটা আন্দোলনের নেতারা ড. কামাল হোসেনের অফিসে যান । সেখানে তারা ড. কামাল কে অনুরোধ করেন ঐক্য ফ্রন্টের ইশতেহারে তাদের দাবি - দাওয়া সম্পৃক্ত করতে।জাতীয় ঐক্য ফ্রন্টের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ,  ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ,  সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন ম›Uz সহ প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপি ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো ২৪০ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে । এর মধ্যে সর্বাধিক ১০০ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে গণফোরাম । জেএসডি জমা দিয়েছে ৬০ আসনে । নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ জমা দিয়েছে ৪০ টি করে আসনে।
৪০ আসনে মনোনয়নপত্র জমা দিলে ও বিএনপির কাছ থেকে সম্মান জনক আসন পেতে দরকষাকষি করছে ঐক্যফ্রন্টের শরিক চারদল । ফ্রন্টের শরিক নাগরিক ঐক্য ৯ টি আসনে ধানের শীষ নিয়ে মনোনয়নজমা দিয়েছে । তবে চূড়ান্ত ভাবে এ দলটিকে সর্বোচ্চ দুটি আসনে ছাড় দেয়া হতে পারে।
ওই দুটি আসন হচ্ছে - মাহমুদুর রহমান মান্না কে বগুড়া-২ আসন আর এস এম আকরাম কে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেয়া হতে পারে । কৃষক শ্রমিক জনতা লীগ সারাদেশে দলীয় ভাবে ৪০ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে । তবে শেষ পর্যন্ত কাদের সিদ্দিকীর দল কে দুটি আসনে ছাড় দেয়া হতে পারে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ