• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বন্যার দুইবছর পরও ভাঙা ব্রিজটির পুনরায় নির্মাণ করা হয়নি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

বন্যার দুই বছর পার হলেও দিনাজপুর সদরের চেহেলগাজী ইউপির কর্নিয়া সড়কের বন্যায় ভাঙা ব্রিজটি এখনও নির্মাণ না হওয়ায় ওই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এ সময়ে ওই সড়কটির বিভিন্ন স্থানে গর্ত-খাল হয়ে গেছে। ফলে চলাচলেও দুর্ভোগ কমছে না। তবে টেন্ডার হয়েছে এবং কাজ শিগগিরই কাজ শুরু হবে বলে জানান চেহেলগাজী ইউপির ২নং ওয়ার্ড  মেম্বর নাজির হোসেন। 

স্থানীয়রা জানান, গত ২০১৭ সালের বন্যায় দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের হাবিপ্রবি থেকে কর্নিয়া গ্রামের এই দেড় কিলোমিটার সড়কটির দুটি ব্রিজই ভেঙে যায়। এই সড়কের একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ভাঙা ব্রিজের পাশে বাঁশের সাকো তৈরি করে মানুষের চলাচলের বিকল্প পথ করে দেয়া হয়। কিন্তু এসব গ্রামের মোটরসাইকেল, ভ্যান রিক্সাসহ বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা জানান, ওই সড়কে চলাচলে অসুবিধা হলেও বিকল্প পথ ঘুরে মানুষ জামতলী-নশিপুর রাস্তা ব্যবহার করছে। ব্রিজটি নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ