• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জেলখানায় নামাজ আদায় প্রসঙ্গ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

প্রশ্ন : জেলখানায় মুসাফিরের নামাজ আদায় করবে নাকি মুকিমের? জানালে কৃতজ্ঞ হব।

উত্তর: জেলখানায় বন্দি ব্যক্তি মুকিমের নামাজ আদায় করবে। তবে সফর পরিমাণ দূরত্ব এবং ১৫ দিনের কম থাকার ফায়সালা হলে, মুসাফিরের নামাজ আদায় করবে।
(গুনিয়াতুল মুতামাল্লি:৫৪১, রদ্দুল মুহতার:২/৬১৭, হাসিয়ায়ে তাহতাবি: ৪২৪, তাবয়িনুল হাকায়েক:১/৫২২, ফাতহুল কাদীর:২/৪৪)।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ