• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চাঁদে না গিয়েও দেখা যাবে চাঁদের পরিবেশ,বললেন বিশ্বপ্রিয় চক্রবর্তী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্বপ্রিয় চক্রবর্তী জানান, ‘লুনার ভিআর’ অ্যাপের মাধ্যমে আপনি চাঁদে হাটাহাটি করতে পারবেন, চাঁদের যে স্থানে অ্যাপোলে-১১ স্টেশন ল্যান্ড করেছে সেই জায়গায় গিয়ে দেখতে পারবেন। ৩৬০ ভিউতে ওই অ্যাপটা এক্সপ্লোর করা যাবে। রোববার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, যারা চাঁদে গেছেন তারা দেখেছেন, ওখানে পরিবেশ কেমন। আমরা এমন একটি অ্যাপ তৈরি করলাম, যার মাধ্যমে চাঁদে না গিয়েও চাঁদের পরিবেশ কেমন জানবেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্বের ৭৯টি দেশে বাছাইকৃত ২ হাজার ৭২৯টি দলের সঙ্গে লড়াই করে বেস্ট ইউজ অব ড্যাটা ক্যাটাগরিতে সাস্ট অলিক’র ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ ‘লুনার ভিআর’ চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।

বিশ্বপ্রিয় চক্রবর্তী বলেন, নাসার অনেক রিসোর্চ আছে, যেগুলো সাধারণ মানুষ জানতে পারে না। মানুষের জানার আগ্রহ বাড়ানোর জন্যই নাসার পক্ষ থেকে এইরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারা বলে দেয় যে, আমাদের কাছে এই রিসোর্চ আছে বা এই ড্যাটা আছে। সাধারণ মানুষ যেনো সকল নলেজ সহজে পেয়ে যায় এই উদ্দেশ্যকে সামনে রেখেই ওদের এ রকম আয়োজন।

অ্যাপটা এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এবং কয়েকদিন পরে অ্যাপলের অ্যাপস স্টোরেও দেয়া হবে বলে জানান সাস্ট অলিক মেন্টর বিশ্বপ্রিয়। তিনি বলেন, এটি একটি মোবাইল অ্যাপ। চাঁদ থেকে বাইরে দেখতে কেমন, ইমাজিনারি পার্ট হিসেবে সেটিরও একটি ওভারভিউ দেয়া হয়েছে এই অ্যাপে। নাসার প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরির মধ্যে আমরা একটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ান হয়েছি, সেটি হলো- বেস্ট ইউজ অব ড্যাটা। সবচেয়ে ভালো রিসোর্চ ইউটিলাইজেশন করেছি আমরাই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ