• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জোড়া ফিফটির পর এবার সেঞ্চুরি মাহমুদউল্লাহর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

চলতি জাতীয় ক্রিকেট লিগটা দুর্দান্ত কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম রাউন্ডে অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ধারাবাহিকতা বজায় রেখেছেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও।

প্রথম রাউন্ডে একমাত্র ইনিংসে ব্যাট করে খেলেছিলেন ৬৩ রানের ইনিংস। বল হাতে দুই ইনিংসে ৩টি করে মোট শিকার ছিল ছয়টি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম ইনিংসেও ঠিক ৬৩ রানে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ। এই জোড়া ফিফটির পর এবার দ্বিতীয় ইনিংসে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার।

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহর ঢাকা মেট্রোপলিস। যেখানে আজ (রোববার) ম্যাচের শেষ দিন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের দ্বাদশ সেঞ্চুরিটি করেছেন মাহমুদউল্লাহ।

আগেরদিন শেষ বিকেলেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। অপরাজিত ছিলেন ৯৫ রান নিয়ে। রোববার খেলতে নেমে তিন অঙ্কে পৌঁছতে আরও ৭.১ ওভার সময় নেন মাহমুদউল্লাহ। সিলেটের পেসার আবু জায়েদ রাহীকে বাউন্ডারি মেরেই সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

সেঞ্চুরি করার পথে মাহমুদউল্লাহকে দারুণ সঙ্গ দিয়েছেন পেস বোলার শহীদুল ইসলাম। প্রথম রাউন্ডের ম্যাচে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৩ এবং দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলা শহীদুল, এগিয়ে যাচ্ছেন টানা তৃতীয় ফিফটির দিকে।

শহীদুল-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এরই মধ্যে যোগ হয়েছে ৮৫ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ঢাকা মেট্রোর সংগ্রহ ৬ উইকেটে ২৪৯ রান, লিড দাঁড়িয়েছে ১৭৬ রানের। মাহমুদউল্লাহ ১০৪ ও শহীদুল ৪২ রানে ব্যাট করছেন।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ