• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রিয়ালের কীর্তি জুভেন্টাসেও গড়লেন রোনালদো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ইতালিয়ান সিরি আ' লিগে রোনালদোর জুভেন্টাস দুর্দান্ত গতিতে ছুটছে। ফ্রোসিনানের বিপক্ষে শুক্রবার রাতে লিগের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে জুভরা। দলের হয়ে শুরুতে দিবালাকে দিয়ে গোল করিয়েছেন রোনালদো। পরে নিজে করেছেন গোল। দলের জয়ের সঙ্গে রোনালদো গড়েছেন দারুণ এক কীর্তি।

পরপর তিন ম্যাচে তিন গোল এবং তিনটি সহায়তা দিলেন পর্তুগিজ যুবরাজ। এর আগের ম্যাচে পারমা এবং সাসুলোর বিপক্ষে একটি করে গোল করেন এবং গোলে সহায়তা দেন এই তারকা। এর আগেও অবশ্য রোনালদো এই কীর্তি একবার গড়েছেন। রিয়ালের হয়ে ২০১৪ সালে পরপর তিন ম্যাচে গোল করার পাশাপাশি গোলে সহায়তা দেন এই তারকা।

ক্লাবের হয়ে রোনালদো এ ম্যাচে ১৯তম গোল করেছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ আট গোলে সহায়তা দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সিরি আ'য় জুভেন্টাসের হয়ে ৫২ ভাগ গোলে অবদান রেখেছেন তিনি। ম্যাচের শুরুতেই তিনি গোল করিয়েছেন আর্জেন্টিনা তারকা দিবালাকে দিয়ে। গোল খরায় থাকা দিবালার ওই গোলেই এগিয়ে যায় জুভেন্টাস।

এছাড়া জুভেন্টাস ডিফেন্ডার বনুচ্চিও গড়েছেন দারুণ এক কীর্তি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পঞ্চম ফুটবলার হিসেবে শেষ ছয় মৌসুমে অন্তত দুটি করে গোল করার রেকর্ডে ভাগ বসালেন তিনি। বাকি চার নামও অবশ্য বেশ জ্বলজ্বলে। রিয়াল মাদ্রিদের রামোস ও মার্সেলো। বার্সেলোনার জেরার্ড পিকে এবং আর্সেনালের লওরেন্তো ছয় মৌসুমে কমপক্ষে দুটি করে গোল করেছেন।

লিগে জুভেন্টাস দ্বিতীয় অবস্থানে থাকা দলের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে। তাদের এ মৌসুমেও লিগ শিরোপা আটকানোর সাহস কেউ দেখাতে পারছে না। জুভদের মনোযোগ তাই এখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের দিকে। বুধবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হবে রোনালদোরা। এ ম্যাচ দিয়ে আবার মাদ্রিদে ফিরবেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানইউ তারকা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ