• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যে রেকর্ড পোড়ায় মেসিকে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

গত এক যুগ ধরে রেকর্ড বইয়ের কত পাতায় যে নিজের নাম লিখেছেন, লিওনেল মেসি নিজেও হয়তো হিসাব দিতে পারবেন না। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অতিপ্রাকৃত পর্যায়ে। কিন্তু সেই অতিপ্রাকৃত খেলোয়াড়টা যখন পেনাল্টি নিতে আসেন, তখন কেন যেন নেমে আসেন সাধারণের কাতারে!

চার-পাঁচজন খেলোয়াড়কে নিপুণতার সঙ্গে কাটিয়ে গোল করাটা তাঁর কাছে এক রকম ডালভাত। এমন সব পরিস্থিতি থেকে গোল করেন মাঝে মাঝে, সাধারণ রক্তমাংসের কোনো খেলোয়াড়ের পক্ষে সে গোল করা আদৌ সম্ভব কি না, ধন্দে পড়ে যায় সবাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, অবিশ্বাস্য সব গোল করায় অভ্যস্ত মেসি পেনাল্টি নিতে গেলেই কেমন যেন হয়ে যান। গোল করার সহজতম পথ তিনি হারিয়ে ফেলেন প্রায়ই।

গত রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভালাদোলিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সে ম্যাচে বার্সেলোনার পাওয়া দুটি পেনাল্টির মধ্যে মেসি একটিতে গোল করতে পারলেও, আরেকটি মিস করেছেন। এ নিয়ে লা লিগায় ৬২টি পেনাল্টি নিয়ে মেসি মিস করলেন ১২তম পেনাল্টিটি। অর্থাৎ প্রতি ৫ পেনাল্টিতে মেসির মিসের হার একটি করে। মেসির মতো খেলোয়াড়ের জন্য যে রেকর্ড বেশ অবাক করে দেওয়ার মতোই। সব প্রতিযোগিতার কথা হিসাব করলে মেসির অবস্থা আরও খারাপ। ক্যারিয়ারে ৮৬ পেনাল্টির মধ্যে ২০টি মিস করেছেন তিনি। অর্থাৎ প্রতি ৪.৫ পেনাল্টিতে একটা করে মিস আছে তাঁর।

মেসির পেনাল্টি মিসের এই হার প্রভাব ফেলছে তার ক্যারিয়ারেও। ২০১৬ সালের শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে মেসি পেনাল্টি মিস না করলে হয়তো সেবার চিলি নয়, শিরোপা জিতত আর্জেন্টিনাই। আবার গত বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মেসির পেনাল্টি মিসের খেসারত দিয়েছিল আর্জেন্টিনা, ১-১ গোলে ড্র করে। সে ম্যাচটা জিতলে পূর্ণ তিন পয়েন্ট পেত মেসিরা, ফলে কষ্টেসৃষ্টে দ্বিতীয় হয়ে নয়, হয়তো গ্রুপ থেকে প্রথম হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারত তারা। তখন দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের সঙ্গে না, বরং সে গ্রুপের রানার্সআপ অপেক্ষাকৃত দুর্বল দল ডেনমার্কের সঙ্গে ম্যাচ পড়ত মেসিদের!

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ