• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাকিব ঢাকা লিগ খেলবেন না কি আইপিএল?

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

চোটে পড়ে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটেও তাঁর নাম নেই। তবে কি সাকিব দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লিগটা খেলবেন না? সামনেই আইপিএল, সুস্থ হলে তিনি কোনটি বেছে নেবেন ঢাকা প্রিমিয়ার লিগ না আইপিএল?

বিশ্বকাপের আগে একটু বিশ্রাম ও নিজেদের মতো করে প্রস্তুতি নিতে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আগেই ছুটি চেয়ে নিয়েছেন। বিপিএল ফাইনালে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসানের নামও নেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ‘প্লেয়ার্স ড্রাফটে’। আঙুলের চোট পেয়ে তিনি এখন মাঠের বাইরে। সময়ের সঙ্গে সেটি নিশ্চয়ই সেরে যাবে। তবুও ৮ মার্চ থেকে শুরু ঢাকার প্রিমিয়ার লিগের ড্রাফটে কেন সাকিবের নাম নেই?

সাকিব তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চান না? এটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। সাকিব তো বলেনইনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তবে আজ রাজধানীর হোটেল সোনারগাঁয় প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে বাঁহাতি অলরাউন্ডারের প্রিমিয়ার লিগ খেলা-না খেলা নিয়ে কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

সিসিডিএম চেয়ারম্যানও নিশ্চিত করতে পারেননি সাকিব আদৌ খেলবেন কি না। এক সাংবাদিক যখন প্রশ্ন করলেন, সাকিব তবে প্রিমিয়ার লিগ বাদ দিয়ে আইপিএল খেলতে চান? উত্তরে কাজী ইনাম বিষয়টি সাকিব এবং বিসিবির ওপর ছেড়ে দিলেন, ‘প্রিমিয়ার লিগ আমাদের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী এক টুর্নামেন্ট। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম আগেই জানিয়েছে, তারা প্রিমিয়ারে খেলবে না। সাকিব চোটে পড়েছে। সুস্থ হলে পরে বিসিবি এবং সাকিব আলোচনা করে সিদ্ধান্ত নেবে সে আইপিএল না কি প্রিমিয়ার লিগে খেলবে। এটা সিসিডিএমের হাতে নেই। সিদ্ধান্তটা মূলত বিসিবি এবং জাতীয় দলের ফিজিও-কোচিং স্টাফদের।’

আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার কথা ২৩ মার্চ। গত কয়েক বছরের যা দেখা যাচ্ছে, সাকিবের পছন্দ তালিকায় ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএলের মতো বাংলাদেশের ঘরোয়া লিগগুলো অনেক পেছনে। এবার আবার আইপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগ প্রায় একই সময়ে হবে। এখন সাকিব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিপুল অর্থকরী দাতা আইপিএল খেলবেন না কি বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন, জানতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ