• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশের জার্সিতে ইউনিসেফ!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

লিওনেল মেসির দল বার্সেলোনার জার্সিতেও ইউনিসেফের লোগো দেখা যায়। বার্সেলোনার জার্সির পেছনে
থাকে ইউনিসেফের লোগো। এখন থেকে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল দলের জার্সিতেও দেখা যাবে
একই লোগো।  ব্যাপারটি বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ কিশোরী ফুটবলারদের উদ্বুদ্ধ করবে দারুণভাবেই।
মাঠের খেলায় সাম্প্রতিক সময়টা খারাপ গেলেও মাঠের বাইরে সময়টা ভালোই যাচ্ছে নারী ফুটবল দলের।
কয়েক দিন আগেই ছয় বছরের জন্য নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হয়েছে ঢাকা ব্যাংক। এবার যুক্ত হলো
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থাটি কাজ করবে মেয়েদের অনূর্ধ্ব-
১৬ দলের সঙ্গে। আজই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একটা চুক্তি সই করেছে তারা।
বাফুফের পক্ষে সই করেন সভাপতি কাজী সালাউদ্দিন, ইউনিসেফের হয়ে এডওয়ার্ড বিগবেডার।
ফুটবলের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কাজ করে যাচ্ছে ইউনিসেফ। সে লক্ষ্যেই বাংলাদেশের কিশোরী
ফুটবলারদের সঙ্গে ভিড়েছে তারা। তবে এই চুক্তি থেকে ঠিক কী কী সুবিধা পাওয়া যাবে, তা স্পষ্ট করে
বলেনি বাফুফে। এই চুক্তির আওতায় মেয়েদের অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে ইউনিসেফের লোগো ব্যবহার
করবে। এ ছাড়া বছরজুড়ে বাফুফের সঙ্গে নারী ফুটবলের প্রতিভা খুঁজে বের করার কাজেও অংশ নেবে
জাতিসংঘের এই সংস্থাটি।
এত বড় একটি আন্তর্জাতিক সংস্থাকে বাফুফের সঙ্গে নিতে পেরে ভীষণ খুশি সভাপতি কাজী সালাউদ্দিন,
‘আমরা সবাই জানি ইউনিসেফ কতটা বিখ্যাত সংস্থা। তাদের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা
গর্বিত। কোনো টাকাপয়সা দেওয়া-নেওয়ার প্রশ্ন এখানে নেই, এটা আমাদের জন্য বিশাল মর্যাদার
ব্যাপার।’
আন্তর্জাতিক ফুটবলে কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে অনূর্ধ্ব-১৬ দল। সাফ শিরোপা
জয়ের পর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের প্রথম পর্বেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মারিয়া
মান্দারা। সামনে তাঁদের জন্য অপেক্ষা করছে বাছাইপর্বের দ্বিতীয় ধাপ। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা
সেরা রানার্সআপ হতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলার
যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। বিষয়টা ভালোই জানা ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ডের।
সে কারণেই নারীর ক্ষমতায়নের মডেল হিসেবে মারিয়া মান্দাদের তুলে ধরতে চায় ইউনিসেফ। শুধু জাতীয়
দলের ক্যাম্পে থাকা ৪০ জন মেয়ে নয়, সারা দেশ থেকে আরও মেয়েকে খেলার মাঠে তুলে আনতে চান
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি, ‘এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা
তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে আমাদের অংশীদারি বাড়ানোর সুযোগ তৈরি করবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ