• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নড়াইলে আন্তর্জাতিক আর্টক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

নড়াইলে সুলতান মেলা ২০২০ উদযাপন উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন আয়োজিত ১২ দিনব্যাপী মেলার ৩য় দিনে আর্ট ক্যাম্পটির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখা।

নড়াইলের বর্ষীয়ান চিন্তাবিদ ও সাংস্কৃতিক সংগঠক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান বেলা সাড়ে ১১টায় সুলতান মঞ্চে দিনব্যাপী এ চিত্রশালার উদ্বোধন করেন। শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেন। একই সঙ্গে প্রদান করা হয় সম্মাননা। 

এসময় শিল্পীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, শিল্পী সুলতানের আঁকা ‘স্থুল পেশীবহুল মানুষ’ বাঙালি জাতির অমিত শক্তি সম্ভাবনারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ ছাড়াও ভারত ও জিম্বাবুয়ের মোট ২১ জন গুণীশিল্পী চিত্রশালায় যোগ দিয়ে তাদের রংতুলির বর্ণিল আঁচড়ে রাঙিয়ে তোলেন নিজ নিজ ক্যানভাস। 

এ সময় শিল্পী সারিতে বসে অসাধারণ ছবি একে সকলকে তাক লাগিয়ে দেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদও। শিল্পীদের তুঁলিতে যেখানে শোভা পায় নানা আঙ্গিকে এস এম সুলতান, দৈনন্দিন কৃষি, নারী জীবন, প্রকৃতিসহ নান্দনিক নানা উপজীব্য।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ