• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ট্রাম্পের পক্ষে পুতিন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, এক ‘মন গড়া’অভিযোগে অভিসংশিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, এ বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন ট্রাম্প এবং ক্ষমতায় বহাল থাকবেন। গত বুধবার দুই অভিযোগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিসংশিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের বিচার হবে সিনেটে। আগামী মাসে সেখানে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন সিনেটে তার দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ধারণা করা হচ্ছে ট্রাম্প ক্ষমতায় বহাল থাকবেন। গত বৃহস্পতিবার বছরের সর্বশেষ সংবাদ সম্মেলন ট্রাম্পের পক্ষ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্রেটরা নির্বাচনে পরাজয়ের ফলাফল অন্যান্য উপায়ে পূরণের চেষ্টা করছে। তারা প্রথমে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল। তবে ট্রাম্পের পক্ষে কথা বললেও তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে ছাড়েননি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ