• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্ভয়ার ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন নাকচ রাষ্ট্রপতির

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপাপ্ত মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মুকেশের আবেদন রাষ্ট্রপতির আছে পাঠালে তিনি তা খারিজ করে দেন।

ফলে ২২শে জানুয়ারি মৃত্যু পরোয়ানা কার্যকর করার রায় এখনও বহাল। কিন্তু তিহাড় জেল আবার নতুন করে ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করার আর্জি জানিয়েছে। সব মিলিয়ে নির্ভয়া কাণ্ডে চার অপরাধীর ২২ তারিখ ফাঁসি হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তার মধ্যেই সাজাপ্রাপ্ত মুকেশ সিংহের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গত ৭ই জানুয়ারি দিল্লির দায়রা আদালত চার আসামির মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২শে জানুয়ারি সকাল ৭টায় তিহাড় জেলে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ