• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিশ্বের সবচেয়ে খর্বাকার মানুষটি আর নেই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

বিশ্বের সবচেয়ে খর্বাকার মানুষ খাগেন্দ্রা থাপা মাগার আর নেই। শুক্রবার নিউমোনিয়া আক্রান্ত হয়ে নেপালের পোখরার একটি হাসপাতালে ২৭ বছর বয়সে মারা যান ২ ফুট ২.৪১ ইঞ্চির মানুষটি। খবর এফপি'র।

খাগেন্দ্রা থাপা মাগারের ভাই মাহেশ থাপা মাগার এএফপিকে বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে এর আগে বেশ কয়েকবার হাসপাতালে আনা হয়েছিল। তবে এবার এটি হৃদপিণ্ডে সংক্রমিত হয়।

এদিকে খাগেন্দ্রা থাপা মাগারের মৃত্যুতে শোক প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেন্ডে বলেন, আমরা নেপাল থেকে খাগেন্দ্রার মারা যাওয়ার খবর শুনে মর্মাহত হয়েছি।

২০১০ সালে প্রথমবার বিশ্বের সবচেয়ে খর্বাকার মানুষের উপাধি পায় খাগেন্দ্রা থাপা মাগার। তবে পরে ১,৭৯ ফুট উচ্চতার কারণে চন্দ্র বাহাদুর দাঙ্গি নামের আরেক নেপালি গিনিস থেকে বিশ্বের সবচেয়ে খর্বাকার মানুষের স্বীকৃতি পান। কিন্তু ২০১৫ সালে দাঙ্গি মারা যাওয়ার পর আবার বিশ্বের সবচেয়ে খর্বাকারের স্বীকৃতি ফিরে পান খাগেন্দ্রা থাপা মাগার ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ